‘বাকশালের পর শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছে’
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু যেভাবে বাকশাল কায়েম করে গণতন্ত্র খর্ব করেছিল, তেমনই তার কন্যা শেখ হাসিনাও ১৬ বছরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না।”
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় দুদু আরও বলেন, “এই শূন্য বাংলাদেশকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপির। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএনপিকে এখন থেকে তৈরি হতে হবে। আগামী নির্বাচনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বরং এটিই দলের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এই চ্যালেঞ্জে বিজয়ী হতে আগামী নির্বাচনে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের মুখোমুখি করার দাবি জানান শামসুজ্জামান দুদু। দিনব্যাপী এই সভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ বিভাগের নেতৃত্ব পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আমিরুল/সনি