জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খোকন চন্দ্র। ফাইল ফটো
বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই এসআইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবুল হাসান নামের এক কলেজছাত্র।
অভিযুক্ত এসআইয়ের নাম খোকন চন্দ্র। তিনি শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত আছেন। অভিযোগকারী রাকিবুল হাসান শিবগঞ্জের মেঘাখর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।
অভিযোগপত্রে রাকিবুল হাসান বলেছেন, ‘গত ২৪ জুন আদালতে একটা মামলা করি। মামলাটি তদন্ত করার জন্য আদালত শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। পরে থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই খোকনকে দেয়। কিন্তু, এসআই খোকন আসামিপক্ষের থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, আসামিপক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তথ্যটি সত্য নয়। শেখ সাদী বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। এসআইয়ের মিথ্যা প্রতিবেদনের কারণে আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে এসআই খোকন চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘প্রতিবেদনে শেখ সাদীর ভাই সালাউদ্দিন পটল নিহতের জায়গায় ভুলক্রমে শেখ সাদী হয়ে গেছে।’’
বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/এনাম/রাজীব