পাকিস্তান থেকে জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর থেকে দ্বিতীয়বারের মতো সরাসরি একটি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামে কন্টেইনারবাহী জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। শনিবার (২১ ডিসেম্বর) অথবা রবিবার (২২ ডিসেম্বর) জাহাজটি কন্টেইনার খালাসের জন্য বন্দর জেটিতে প্রবেশ করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: পাকিস্তানের জাহাজে কী এসেছে জানালো বন্দর কাস্টমস
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, শিপিং কোম্পানি ফিডার লাইনস ডিএমসিসির নিয়ন্ত্রণাধীন কন্টেইনার জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং দ্বিতীয়বারের মতো করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে। এবার গতবারের চেয়ে দ্বিগুণ পণ্যবাহী কন্টেইনার বহন করছে জাহাজটি।
আরো পড়ুন: সমুদ্রপথে বাংলাদেশ-পাকিস্তানের যোগাযোগ স্থাপন
শুক্রবার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা জাহাজটিতে ২০ ফুট দৈর্ঘের ৮২৫ টিইইউএস পণ্যবাহী কন্টেইনার রয়েছে। কন্টেইনারগুলোতে বিভিন্ন শিল্পের কাঁচামাল, চিনি, সোডা অ্যাশ, পেঁয়াজসহ বিভিন্ন পণ্য থাকতে পারে বলে জানা গেছে।
আরো পড়ুন: করাচি থেকে গোলা-বারুদের জাহাজ আসার সংবাদটি গুজব: সরকার
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শিপিং কোম্পানি আমদানি পণ্যের ডকুমেন্টস সাবমিট করলে আমদানি পণ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বন্দরে কন্টেইনার লোড-আনলোড শেষে জাহাজটি চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে।
এর আগে, এমভি ইউয়ান জিয়াং ফা ঝং জাহাজটি প্রথম করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিল গত ১১ নভেম্বর। জাহাজটিতে তখন ৩২৮ বক্স কন্টেইনারে ৩৭০ টিইইউ’স (২০ ফুট হিসেবে) কার্গো নামানো হয়। টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাপড়, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল।
ঢাকা/রেজাউল/মাসুদ