ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

ঝিনাইদহে ট্রলির ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রীর মৃত্যু 

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৯, ২০ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহে ট্রলির ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রীর মৃত্যু 

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামে দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ-যশোর সড়কের মল্লিকনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বারবাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন।

মারা যাওয়া মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে। ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, চাপরাইল বাজার থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে কালীগঞ্জ শহরে যাচ্ছিল। মল্লিকনগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের একটি ট্রলি ইজিবাইকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

বারবাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান , ট্রলির চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়