ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

‌অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে অদৃশ্য গোষ্ঠী: ইয়াসিন ফেরদৌস

ঢাকা (সাভার) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১৭, ২০ ডিসেম্বর ২০২৪
‌অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে অদৃশ্য গোষ্ঠী: ইয়াসিন ফেরদৌস

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে একটি অদৃশ্য গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার মাঠে আমতা, বালিয়া ও চৌহাট ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল আয়োজিত  জনসভায় এ কথা বলেন তিনি।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “১৭ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম ছিল দৃশ্যমান। পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদী সরকার তারা ছিল দৃশ্যমান। কিন্তু বর্তমানে  অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। তাদের ব্যর্থ করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। তারা গণতন্ত্রকে অন্ধকার দিকে চালিত করতে চায়। এজন্য সবাইকে সচেতন করতে হবে।” 

তিনি আরো বলেন, “একটা রাজনৈতিক দলের নাম বলব না, তারা আমাদের সঙ্গে আন্দোলন করছে, কিন্তু তারা এখন ভিন্নপথে চালিত হচ্ছে। বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদীদের কোনো চক্রান্ত থাকবে না।”

ধামরাই উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আসিফুর রহমান মিলন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ এম এ জলিল প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা/সাব্বির/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়