ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

সাভারে দ্বিতল বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩৯, ২১ ডিসেম্বর ২০২৪
সাভারে দ্বিতল বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নিহত সোহরাব হোসেন

সাভার থানাস্ট্যান্ড এলাকায় দ্বিতল বাসের ধাক্কায় মো. সোহরাব হোসেন (৪৪) নামে একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তিনি সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার সুলতান মাহমুদ বলেন, “রাত সাড়ে ৯ টার দিকে মারাত্মকভাবে আহত সোহরাব হোসেনকে হাসপাতালে আনা হয়। তার পা ভেঙে গেছে, মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টা ৫২ মিনিটে তিনি মারা যান।”

নিহত মো. সোহরাব হোসেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা এলাকার আব্দুল লতিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাত দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতল বাসটি ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরছিলো। বাসটি থানাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টোপথে মোটরসাইকেলটি আসছিল। এসময় বাসটির ধাক্কায় মোটরসাইকেলচালক আহত হন। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর বাসের চালক বাসসহ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসে। 

প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, “প্রত্যক্ষদর্শীরা মোটরসাইকেল চালক উল্টোপথে আসায় ঘটনাটি ঘটেছে বলে জানালেও সাভার মডেল থানা ও সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত ঘটনাটি জানানোর জন্য বলা হয়েছে। প্রকৃত ঘটনা জানার পর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।” 

সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক আনজিল আহমেদ বলেন, “দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সড়ক বিভাজক উঁচু হওয়ায় সড়কের আশপাশের লোকজন বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না।  সড়কের পাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রকৃত কারণ জানার পর উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/সাব্বির/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়