ঝিনাইদহে সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৩০, ২১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:৩২, ২১ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহে বেসিক সাংবাদিকতাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় প্রশিক্ষণ উদ্বোধন করেন পিআইবির প্রশিক্ষণ পরিচালক পারভীন সুলতানা রাব্বী।
প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে প্রশিক্ষণে জেলায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন। আগামী ২৩ ডিসেম্বর সোমবার প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
ঢাকা/শাহরিয়ার/ইমন