ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:২৬, ২১ ডিসেম্বর ২০২৪
বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর ১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এতে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে শিল্প পুলিশ, কাশিমপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, ‘‘শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন। এতে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়