বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বৃষ্টিস্নাত বরিশাল নগরী
বঙ্গোপসাগরে নিন্মচাপের কারণে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বরিশালে। এতে শীতের তীব্রতা বেড়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল নগরীসহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরীর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।
নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা মো. কবির হোসেন জানান, তার পরিবারে ৬ জন সদস্য। রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়েই তার সংসার চলে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। তাই কাঙ্খিত যাত্রী পাচ্ছেন না তিনি। সকাল থেকে মাত্র ১০০ টাকা আয় হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. নাছির উদ্দীন রুবেল জানান, সাগরে নিন্মচাপের কারণে বরিশালসহ বিভাগের বিভিন্ন স্থানে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ ছাড়া বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি বলেন, “শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার দুপুর পর্যন্ত ১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন আকাশ মেঘলা ও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার পর বরিশাল অঞ্চলে তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।”
ঢাকা/পলাশ/সনি