টাঙ্গাইলে ছিন্নমূল মানুষদের কম্বল দিল জেলা প্রশাসন
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার দুপুরে টাঙ্গাইল রেল স্টেশন এলাকায় ছিন্নমূল মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক
টাঙ্গাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল রেল স্টেশন এলাকায় দেড় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, “শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে ১২ উপজেলায় তিন লাখ টাকা করে মোট ৩৬ লাখ ও পরবর্তীতে আরো ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া, ১১টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণির জন্য দুই লাখ করে, দ্বিতীয় শ্রেণির জন্য দেড় লাখ করে ও তৃতীয় শ্রেণির জন্য এক লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে।”
কম্বল বিতরণের সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/কাওছার/মাসুদ