ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৩

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:২১, ২১ ডিসেম্বর ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৩

উল্টে যাওয়া বাস

ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসটির ২৩ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ।

পুলিশ জানায়, বাসে থাকা যাত্রীরা জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা। আজ ভোরে তারা ঢাকায় থেকে মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। ফুলগাজীর হাসানপুর সড়কের প্রবেশপথে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। এসময় বাসটি সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে থাকা অন্তত ২৩ যাত্রী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  

আরো পড়ুন:

নুরুল আফসার নামে বাসের এক যাত্রী বলেন, “আমরা পরশুরাম উপজেলার ৪৫ জন মুসল্লি ঢাকায় কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের ঐতিহাসিক এশায়াত সম্মেলন থেকে বাড়ি ফিরছিলাম। হাসানপুরে প্রবেশ পথে ব্রিজে ওঠার আগে হঠাৎ বিকট শব্দ করে বাসটি খাদে পড়ে যায়। তারপর আর কিছু বলতে পারব না।”

ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়