‘চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে’
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ হলরুমে আলেম-ওলামাদের সঙ্গে শনিবার মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। দেশের দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে।”
শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ হলরুমে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি না করতে পারে সেদিকে সবার নজর রাখতে হবে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ।”
এসময় হাসনাত আবদুল্লাহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক ও সেতু নির্মাণ ও সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, “এ ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
ঢাকা/রুবেল/মাসুদ