পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উত্তরের জেলা পঞ্চগড়ে অব্যাহত রয়েছে শীতের দাপট। রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মত। সকালের দিকেও কুয়াশাচ্ছাদিত থাকে পথঘাট। কয়েকদিনের ব্যবধানে আবারো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ নেমে বাড়িয়েছে শীতের তীব্রতা।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দপ্তর বলছে, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
এর আগে, শনিবার সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নামলেও দ্রুতই দেখা মিলেছে সূর্যের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে বিকেলের পর থেকে আবারো তাপমাত্রার অবনতি হতে থাকে। শুরু হয় শীতের দাপট।
এদিকে শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগব্যাধী। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজকে সকাল ৯টায় তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৬-৮ কিলোমিটার। আরো কয়েকদিন আবহাওয়া এমন থাকতে পারে।
ঢাকা/নাঈম/ইমন