ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অভিযোগে আটক ২
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোবারক আলী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত জাহিদুল ও মোবারক উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছো বিড়াল হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় শনিবার রাত ৯ টার দিকে যশোরের শার্শা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, একটি মেছো বিড়াল মেরে ইজিবাইকে ঝুলিয়ে রাখা হয়। এটা জানতে পেরে তাৎক্ষনিক সেখানে বন বিভাগের লোকজন পাঠানো হয় এবং ঘটনা সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, মেছো বিড়াল হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকা/শাহরিয়ার/টিপু