গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের অবস্থিত এম এন্ড ইউ ট্রিমস নামে বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রবিবার দুপুরে আগুন লাগে কারখানাটিতে
গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস নামে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের কারখানাটিতে আগুন লাগে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।”
কারখানার নিরাপত্তাকর্মী আব্দুর রহমান বলেন, “কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন। কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট যোগ হয়। আগুনের অবস্থা খুবই ভয়াবহ। কেমিক্যাল গুদামের মজুত ড্রাম বিস্ফোরিত হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।”
ঢাকা/রফিক/মাসুদ