ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২২ ডিসেম্বর ২০২৪  
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। অভিযুক্ত রিফাত (১৮) মাদকাসক্ত বলে জানিয়েছে পরিবার। 

নিহত শফিকুল ইসলাম (২৪) উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

আরো পড়ুন:

নিহত শফিকুল ইসলামের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, ‍“আমার চাচাতো ভাই রিফাত মাদকাসক্ত। প্রায়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করতো সে। আজ দুপুরে মাদকের টাকার জন্য চাচা শফিকুল ইসলামের সঙ্গে ঝগড়া করে রিফাত। একপর্যায়ে রিফাত চাচার পেটে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় রিফাত। এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে মৃত অবস্থায় পায়। 

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খাঁন বলেন, “ছেলের হাতে বাবা নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়