গাইবান্ধায় আ.লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুক
গাইবান্ধায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার।
গ্রেপ্তার শহিদুল্লাহেল কবির ফারুক সাদুল্লাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত নওশা সরকারের ছেলে। তিনি গাইবান্ধা পৌর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।
ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে শহিদুল্লাহেল কবির ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। এতে জাতীয় সংসদের সাবেক হুইপ গিনিসহ আওয়ামী লীগের ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় নাম না জানা আসামি করা হয় ২০০ জনকে। গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই মামলাটি করেন।
ঢাকা/মাসুম/মাসুদ