পটিয়ায় মিনিবাসকে ধাক্কা দিল পিকনিক বাস, নিহত ২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের পেছেনে ধাক্কা দিয়েছে পিকনিকের একটি বাস। এ ঘটনায় মিনিবাসে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসার টেক হাসপাতাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মো. আবদুল করিম ভোলা (৫০) ও একই গ্রামের আবদুল হামিদ সাবু (৬০)।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসের দুই যাত্রী নিহত হন। আহত হয়েছে কয়েকজন যাত্রী।”
ঢাকা/রেজাউল/মাসুদ