ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রকাশ্যে ২ নারীকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২১, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশ্যে ২ নারীকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে মো. রাশেদ আলম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ১৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ হাজী বাড়িতে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত রাশেদ একই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার দুই নারী একে অপরের আত্মীয়। 

আরো পড়ুন:

১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজনের সামনে দুই নারীকে কাঠ দিয়ে মারধর করছেন রাশেদ। এসময় স্থানীয় কিছু ব্যক্তিকে তাকে বাধা দিতে দেখা যায়। 

ভুক্তভোগী ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি কেনেন। সেই জমি জোর করে তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেন। আজ দুপুরে ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে তারা বাধা দেন। একপর্যায়ে রাশেদ তাদের মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, ‍“মারধরের শিকারের কথা উল্লেখ করে দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “ফেসবুকে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ভুক্তভোগীরা মামলা করবেন বলে জানা গেছে। ”

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়