ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ময়মনসিংহে মানুষের কঙ্কালসহ ২ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২২ ডিসেম্বর ২০২৪  
ময়মনসিংহে মানুষের কঙ্কালসহ ২ যুবক গ্রেপ্তার

রবিবার ভোকে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে থেকে কঙ্কালসহ দুই যুবককে গ্রেপ্তার করে ‍পুলিশ

ময়মনসিংহের মুক্তাগাছায় মানুষের কঙ্কালসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) ভোরে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতরা বস্তায় করে সেগুলো (কঙ্কাল) বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।”

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তারা বিভিন্ন এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে ব্যবসা করেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আরো পড়ুন:

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, “আজ ভোরের দিকে পৌরসভা গেটের সামনে বস্তা নিয়ে গাড়ির অপেক্ষা করছিলেন দুই যুবক। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে। এসময় বস্তার ভেতর মানুষের কঙ্কাল পাওয়া যায়। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তারকৃতদের বহন করা বস্তায় দুই জন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪টি, পাজরের হাড় ৩০টি, কোমড়ের হাড় চারটি, মেরুদন্ডের নিচের হাড় দুটি, কাঁধের হাড় চারটি, থুতনী/চোয়ালের হাড় দুটি, মেরুদন্ডের হাড়/কশোরুকা ৩২টি, হাত ও পায়ের আঙ্গুলের হাড় ২২টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি পাওয়া যায়।”

ওসি বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত আন্তঃজেলা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়