চাঁদপুরে লাইটার জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:১৮, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৫:৩২, ২৩ ডিসেম্বর ২০২৪
এমভি আল-বাখেরা। ফাইল ফটো
চাঁদপুরের হরিণাঘাট সংলগ্ন মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের নোঙর করা একটি লাইটার জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। যতদূর জেনেছি, জাহাজে ডাকাতদল আক্রমণ করেছিল। প্রতিহত করলে জাহাজের ৭ স্টাফকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় জাহাজের এক স্টাফকে গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’’
ঢাকা/অমরেশ/রাজীব