ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:১২, ২৩ ডিসেম্বর ২০২৪
বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সাভারে সড়ক অবরোধ

বাস চাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সোমবার সকালে সড়ক অবরোধ করেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা

বাস চাপায় সিআরপি নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন তারা। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। বিকেল ৩টার দিকে সাভার মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা সড়ক ছেড়ে যান।

এর আগে, গত শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা পয়েন্টে ‌‘ঠিকানা’ পরিবহনের বাস চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার মারা যান। এ ঘটনার পরপরই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

নিহত প্রত্যয় সরকার সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।

জানা গেছে, নার্সিং ছাত্র সমাজের’ ব্যানারে আজ (সোমবার) সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকা অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ঘাতক বাসটির চালক ও হেলপারের গ্রেপ্তারসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছয় দফা দাবি জানান। 

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “শিক্ষার্থীদের বুঝিয়ে বলার পর তারা সড়ক ছেড়ে যান। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়