লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অরুপ পাল।
সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শিশু দুটি হলো—দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদের ৮ বছর বয়সী মেয়ে হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের দুই বছর বয়সী ছেলে সোহাগ।
স্বজনরা জানিয়েছেন, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে সোহাগ ও হাফসার মৃত্যু হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. আদুর সালাম সৌরভ বলেছেন, “দুই শিশুকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরিবার তাদের জিম্মায় লাশ বাড়িতে নিয়ে গেছে।”
ঢাকা/লিটন/রফিক