টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় সখীপুর উপজেলার বেড়বাড়ীতে, সকাল ৯টায় সখীপুর থানার ফটক সংলগ্ন এলাকায় এবং সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতর স্বজনরা জানিয়েছেন, মামুন ভালুকা উপজেলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। মামুন টাঙ্গাইল শহরের এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।
সখীপুর উপজেলার জোড়দিঘী এলাকায় মাছ কেনার জন্য যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাছ ব্যবসায়ী আবু বকরের (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/কাওছার/রফিক