এক বোয়ালের দাম ৫২ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ে ১৮ কেজি ওজনের এই বোয়াল মাছ
রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকার কালাম সরদারের হাজারি বড়শিতে ধরা পড়ে মাছটি।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে কালাম সরদার কুশাহাটা চর এলাকায় হাজারি বড়শি নিয়ে মাছ শিকারে যান। সকাল ৮টার দিকে তার বড়শিতে বড় একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে যান তিনি। সেখানে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি (চান্দু মোল্লা) মাছটি ২ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেছেন, “মাছটি কিনে ফেরিঘাটের পল্টুনে বেঁধে রেখেছিলাম। পরে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫২ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেছি।”
ঢাকা/রবিউল/রফিক