জামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে হামলা, গ্রেপ্তার ৫
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া।
গ্রেপ্তার হওয়া সবাই জামালপুর শহরের বাসিন্দা।
সোমবার বেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার জানান, গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন তৈরি করে। এ ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
সৈয়দ রফিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়ক পারাপারের সময় হওয়া বাকবিতণ্ডার জেড়ে হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে আসামিরা। তাদের দাবি প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রগুলো খেলনা পিস্তল।
শোভন//