ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ সীমান্তে ১৬ বস্তা ফেনসিডিল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৩ ডিসেম্বর ২০২৪  
ঝিনাইদহ সীমান্তে ১৬ বস্তা ফেনসিডিল জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৬ বস্তা ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।

সোমবার (২৩ ডসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কানাইডাংগা সীমান্ত থেকে এই মাদক জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৫৮ বিজিবি।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ করে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তারা জনাতে পারে কিছু ভরাতীয় মাদককারবারি মাদকসহ বাংলাদেশে অনুপ্রবেশ করবে। বিজিবি সদস্যরা গোপনে অবস্থান গ্রহণ করে। তারা দেখতে পায়, ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারি কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিজিবি সদস্যরা অস্ত্রধারী চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে। ভারতীয় চোরাকারবারিদের ধরতে এসময় বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষণ করে।

চোরাকারবারিরা বিজিবি টহল দলের দিকে দেশি অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। চোরাকারবারিদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানায়, বস্তা খুলে দেখা যায় ৩৯৭ বোতল ফেনসিডিল রয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এসময় দেশি অস্ত্র হাসুয়া ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়