ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বরিশালে চাঁদাবাজিকালে এসআই ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:০৯, ২৩ ডিসেম্বর ২০২৪
বরিশালে চাঁদাবাজিকালে এসআই ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে বাবুগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের এক এসআই ও ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।

গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আটকের সময় তাদের কাছ থেকে হাতকড়া জব্দ হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৩ ডিসেম্বর) সৌরভ নামে এক ব্যক্তি মামলা করেছেন। মামলায় চর জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। বাবুগঞ্জ উপজেলার একটি অংশ এয়ারপোর্ট থানার অন্তর্ভুক্ত।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রেদোয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

এয়ারপোর্ট থানার ওসি জাকির বলেন, “মামলায় গোপন ও মিথ্যা পরিচয় প্রদান, বেআইনীভাবে দলবদ্ধ হয়ে মারামারি ও চুরির অভিযোগ করা হয়েছে। মামলা চার জনের নাম উল্লেখ করা হয়েছে। কাউকে নাম না জানা আসামি করা হয়নি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবক তাস খেলছিল। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন কয়েকজন ব্যক্তি। তারা ওই যুবকদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেন। এলাকাবাসীর বিষয়টি নিয়ে সন্দেহ হয়। তারা বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেন। কোনো পুলিশ অভিযানে নেই এমন কথা ওসি জানালে এলাকাবাসী দুই জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি বলেন, “বিভিন্ন মাধ্যমে এমন একটি খবর আমরা পেয়েছি। কোনো ব্যক্তির অপকর্মের দায় ছাত্রদল নেবে না। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করা হয়েছে।” 

মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ওসি মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানায় গ্রেপ্তার হয়েছেন।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়