ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আলোচনায় আল-বাখেরার ৭ লাশ, আরো যত মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৬, ২৩ ডিসেম্বর ২০২৪
আলোচনায় আল-বাখেরার ৭ লাশ, আরো যত মৃত্যু

মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরাহ।

চাঁদপুরের আল-বাখেরাহ জাহাজে ৭ খুনের ঘটনায় দেশব্যাপী তোলপাড় চলছে। জেলার হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় থেমে থাকা জাহাজে নৃশংসতম এই হত্যাযজ্ঞ চলে। পুলিশের ধারণা, জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। এ ছাড়াও, সোমবার (২৩ ডিসেম্বর) সারা দেশে পৃথক দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

রাইজিংবিডি ডটকম-এর প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁদপুর

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে পাঁচজনের মরদেহ এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। আহত ৩ জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। ফলে ওই জাহাজে থাকা মোট ৭ জনের মৃত্যু হল। 

এদিন বিকেল সোয়া ৩টার দিকে জাহাজে মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। 

এমভি আল-বাখেরা নামের জাহাজটিতে এ ঘটনা ঘটে। জাহাজ থেকে মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুল ইসলাম বলেন, ‘‘আহত অবস্থায় তিনজনকে আনা হয়। দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।’’

কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আড়াইওরা এলাকার কাউসার হোসেনের ছেলে আহাদ হোসেন (১৪), শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) ও মনির হোসেনের ছেলে ইমন (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিন কিশোর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয়।

কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিন জনের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-প্রাইভেট কার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

সোমবার ভোররাত ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘‘ঘন কুয়াশায় দেখতে না পেয়ে প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে প্রাইভেট কার আরোহী ওই নারী নিহত হন।’’

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, ‘‘নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’’

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার বলেন, ‘‘সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে এক নারী হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন। বাকি ৫ জনের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। কারো শরীরে হাড় ও ভাঙতে পারে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ডে পাঠানো হয়েছে।’’

নাটোর

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নাটোরে ৬টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে এক চালক নিহত ও ছয় জন আহত হয়েছেন। 

সোমবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ৬টি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে এক ট্রাকচালক নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সোমবার সকালে কারখানার ভেতর থেকে আরো এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে।’’

নিহতদের মধ্যে এক জনের পরিচয় মিলেছে বলে জানান ওসি। তার নাম মজলুম মিয়া। বাড়ি লালমনিরহাট জেলায়।

এর আগে, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন দুই জনের মরদেহ উদ্ধারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রবিবার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটিচাপায় আব্দুল ওয়াহেদ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার তালুকানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহেদ ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, করতোয়া নদীর তীরে ট্রাক্টরে বালু-মাটি তুলছিলেন আব্দুল ওয়াহেদ। একপর্যায়ে মাটি ধসে তার ওপর পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘‘মাটি কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’’

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অরুপ পাল।

সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শিশু দুটি হলো—দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদের ৮ বছর বয়সী মেয়ে হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের দুই বছর বয়সী ছেলে সোহাগ।

স্বজনরা জানিয়েছেন, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে সোহাগ ও হাফসার মৃত্যু হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. আদুর সালাম সৌরভ বলেছেন, “দুই শিশুকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরিবার তাদের জিম্মায় লাশ বাড়িতে নিয়ে গেছে।”

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় সখীপুর উপজেলার বেড়বাড়ীতে, সকাল ৯টায় সখীপুর থানার ফটক সংলগ্ন এলাকায় এবং সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতর স্বজনরা জানিয়েছেন, মামুন ভালুকা উপজেলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। মামুন টাঙ্গাইল শহরের এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে। 

সখীপুর উপজেলার জোড়দিঘী এলাকায় মাছ কেনার জন্য যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাছ ব্যবসায়ী আবু বকরের (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় সোমবার রাতে দুর্ঘটনায় এক ‍যুবক মারা গেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার সময় সড়ক ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেছে একটি বাস। এ ঘটনায় বাসটিতে থাকা এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

সোমবার রাত ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম জানা যায়নি।

বাসের আহত যাত্রী কামরুন্নাহার বলেন, “ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়ায় যেতে বাসে করে রওনা হই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকপাড়ায় আসলে একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে।”

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি বাস (জৈনপুর এক্সপ্রেস) একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা নাম না জানা এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়