ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

দিনাজপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ

সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই জাতীয় নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:১২, ২৪ ডিসেম্বর ২০২৪
সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই জাতীয় নির্বাচন

দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর। সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে। সে রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টক হোল্ডার পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটানো। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য্য হয়ে পড়লে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে। সবাইকে সাথে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে।”

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক আবু জাফর, উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ আলম  প্রমুখ।

এ সময় প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা/মোসলেম/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়