অন্যায়ের পরিণতি কি হয় আপনারা দেখেছেন: সাইফুল ইসলাম
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, “অন্যায় কাজের পরিণতি কি হয় আপনারা দেখেছেন। এই বাংলাদেশে শেখ হাসিনার জন্ম। অন্যায়-অত্যাচার করার কারণে গত ৫ আগস্ট তিনি হেলিকপ্টারে চড়ে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।”
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী স্কুল মাঠে সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “আজ আওয়ামী লীগ পালিয়ে গেছে। আপনারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন। এখন যদি বিনা কারণে আপনারা দুর্বলের প্রতি অত্যাচার, হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ভাইদের ওপর নির্যাতন করেন তাহলে বিএনপি কিন্তু আপনাদের রেহাই দেবে না। সেই সমস্ত অন্যায়কারীদের উদ্দেশ্যে তারেক রহমানের নির্দেশ এখনই থেমে যান, না হলে অন্যায়কারীদের কারাগারে থাকতে হবে।”
কালীগঞ্জ পৌরসভার বিএনপির চাপালী গ্রাম কমিটির সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, শ্রমিক নেতা আব্দুল লতিফ লস্কর, বিএনপি নেতা লিয়াকত আলী মাস্টার, আবুদারদা মন্টা, আতাউল হক আতা ও ফজলু লস্কর।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ