ব্রাহ্মণবাড়িয়ায় ৮ হাজার পিস ইয়াবা-মদসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও গ্রামের ফরিদা আক্তার নুপুর (৩৫) ও আরিয়া ইশা (২১)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে একইদিন রাত সাড়ে ১০টার দিকে কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের সুবিধাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল মদসহ একজনকে পুলিশ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি হলেন ওই ইউনিয়নের চকবস্তা এলাকার রমজান মিয়া (৩৬)।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার পৃথক স্থান থেকে মাদকসহ তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা/রুবেল/ইমন