জনগণ যেরকম চায়, সেরকম দেশ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া
জনগণ যেরকম চায়, সেরকম বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি বলেন, ‘‘এতদিন উত্তরবঙ্গ ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের শিকার ছিল। সেই বৈষম্য আর থাকবে না, দেশে সমানভাবে উন্নয়ন কাজ করা হবে।’’
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
উপদেষ্টা বলেন, উত্তরবঙ্গ কৃষিপ্রধান এলাকা। এ এলাকায় উৎপাদিত শষ্য নিজেদের খাদ্যের চাহিদা মিটিয়ে অন্য এলাকায় সরবরাহ করে। এখানের কৃষি শিল্প গড়ে তোলা হবে। তিস্তা নদীর পানির সমস্যা সমাধান করা হবে।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন।
উপদেষ্টা আলোচনাসভা ও কম্বল বিতরণ শেষে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে জলঢাকা স্টেডিয়ামে অবতরণ করেন।
ঢাকা/সিথুন/বকুল