ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:২০, ২৫ ডিসেম্বর ২০২৪
রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

ডা. মনসুর রহমান

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা অর্জনের অভিযোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন।

মনসুর রহমান একাদশ জাতীয় সংসদের এমপি ছিলেন। দুদকের মামলায় বলা হয়েছে, ডা. মনসুর রহমান ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত সময়ে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন। তাঁর ব্যাংক হিসাবের বিবরণীর সূত্রে বলা হয়েছে, এ সময়ে ডা. মনসুর রহমান তার নামের তিনটি ব্যাংক হিসাবে মোট ২৭টি জমা ভাউচারের মাধ্যমে মোট ৬ কোটি ১০ লাখ টাকা জমা করেন। তিনি এসব অর্থ কীভাবে কোন উৎস থেকে উপার্জন করেছেন তার সূত্র উল্লেখ করা হয়নি।

দুদক সূত্রে জানা গেছে, দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের টিম ডা. মনুসর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসার পর প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে তার বিপুল অবৈধ সম্পদের তথ্য পায় দুদক।

আরো পড়ুন:

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাইন উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ডা. মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করা হবে।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে আছেন ডা. মনসুর রহমান। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা হয়েছে। এমপি হওয়ার আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগ ছাড়াও টিআর কাবিখার বরাদ্দ বিক্রির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই উঠেছিল।
 

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়