হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎস ‘বড়দিন’ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে। যদিও স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, “খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ভারতের সাথে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এছাড়াও বন্ধ রাখা হয়েছিলো বন্দরের সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আবারো আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।”
তিনি আরো বলেন, “বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। এসব ট্রাক আনলোড হয়ে দেশি ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।”
হিলি ইমিগ্রেশন (ওসি) আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, এখনো স্বাভাবিক আছে।
ঢাকা/মোসলেম/ইমন