ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চট্টগ্রামে বিপিএল কনসার্ট শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:১৩, ২৬ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামে বিপিএল কনসার্ট শনিবার

সমন্বয় সভায় বিপিএল মিউজিক ফেস্ট কনসার্টের বিস্তারিত তুলে ধরা হয়

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের ধারাবাহিক তৃতীয় কনসার্ট হবে। ‘বিপিএল মিউজিক ফেস্ট-২০২৫’ শিরোনামে কনসার্টে পারফর্ম করবে সঙ্গীত তারকা হাবিব ওয়াহেদ, ফুয়াদসহ ঢাকা ও চট্টগ্রামের এক ঝাঁক খ্যাতিমান শিল্পী। 

কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। সর্বনিম্ম ৫০০ টাকায় টিকিট মিলবে। কনসার্টে মানিব্যাগ আর মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ব্যাগ বা ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এ উপলক্ষে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেনাবাহিনী এবং চট্টগ্রাম মহানগর পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম কনফারেন্স হলে সমন্বয় সভায় বিপিএল মিউজিক ফেস্ট কনসার্টের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুর আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল খালিদ।

আরো পড়ুন:

বিসিবি পরিচালক মনজুর আলম জানান, এবারের বিপিএলকে উৎসবমুখর এবং জমকালো করতে বিসিবি নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিপিএল উদ্বোধনী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঢাকা ও সিলেটে সফলভাবে কনসার্ট আয়োজনের পর তৃতীয় কনসার্ট হবে চট্টগ্রামে। আগামী শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এ কনসার্ট হবে। এতে পারফর্ম করবে দেশের খ্যাতিমান সঙ্গীত তারকা হাবিব ওয়াহেদ, ফুয়াদসহ ঢাকা ও চট্টগ্রামের এক ঝাঁক তারকা শিল্পী। 

বিপিএল উদ্বোধনী চট্টগ্রাম পর্বের মিউজিক ফেস্টের প্লাটিনাম টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০০০ টাকা। গোল্ড টিকিটের মূল্য ১৫০০ টাকা। এছাড়া সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০০ টাকায় দর্শকরা মিউজিক ফেস্ট উপভোগ করতে পারবেন। এম এ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম কাউন্টারে টিকিট বিক্রি আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দর্শকরা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

মিউজিক ফেস্ট উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন-শৃংখলা বাহিনী। দর্শকরা মানিব্যাগ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোন ব্যাগ বা ডিভাইস নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। বিশেষ করে কোনো পানির বোতল, লাঠি, ক্যামেরা, কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস, ড্রোন, ব্লুটুথ হেডফোন বা এয়ারফোন, হ্যান্ড ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ, কোনো ধরনের মাদকদ্রব্য নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

বেলা আড়াইটা থেকে স্টেডিয়ামের গেট খোলা হবে। গেট বন্ধ হবে বিকেল ৫টায়। এ সময়ের মধ্যে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। এ সময়ের বাইরে মাঠে প্রবেশের সুযোগ থাকবে না। 
 

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়