ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘বাংলাদেশ কেটে নতুন রাষ্ট্র বানাতে চায় ভারত’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ ডিসেম্বর ২০২৪  
‘বাংলাদেশ কেটে নতুন রাষ্ট্র বানাতে চায় ভারত’

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “বাংলাদেশের বিভিন্ন বিভাগ কেটে নিয়ে নতুন রাষ্ট্র বানাতে চায় ভারত। গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ তার ইঙ্গিত বহন করে। আর সেটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে ‘র’ এর এজেন্টরা কাজ করছে। ভারতীয় ‘র’ থেকে সাবধান হোন।” 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের আগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “অখণ্ড ভারত, সকল রাষ্ট্র ভারত হবে? কিছু না পেলে সকলে ভারতীয় হয়ে যাবে? চট্টগ্রামের হিল ট্রাক এখান থেকে কাটতে চায় ভারত। ইতোমধ্যে চট্টগ্রামের নাম দিয়েছে ভারত হিন্দু দেশ। রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা এবং বরিশাল কেটে নতুন রাষ্ট্র করবে ভারত। তার নাম হবে ‘স্বাধীন বঙ্গভূমি’। ইতোমধ্যে তার রাজধানীও ঠিক করেছে। সেই নতুন রাষ্ট্রের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও ঠিক হয়েছে। ইন্ডিয়ান ‘র’ বিএনপির মধ্যে দিধা বিভক্তি সৃষ্টি করেছে।” 

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, “দেশে নির্বাচন হবে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। যারা যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। জুলাই-আগস্টের শহীদের রক্ত এখনও শুকায়নি। সারা গায়ে ঘা, ঔষধ দিবো কোথা? আওয়ামী লীগ বাংলাদেশের এমন অবস্থার সৃষ্টি করেছে। কোন জায়গা থেকে শুরু হবে আর কোথা থেকে শেষ করা যায়?”

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজীদ পান্না, রাইসা গ্রুপ বিডির চেয়ারম্যান ও বাংলাদেশ গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মো. রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এর আগে হামলা-মামলার শিকার ও বিএনপির নিহত নেতা-কর্মীদের পাঁচশতাধিক পরিবার ও উপজেলার ছয় শত মসজিদের ইমাম মুয়াজ্জিনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা/ইমরান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়