ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ফেনীর মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বিএসএফের বাধা

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২৬ ডিসেম্বর ২০২৪  
ফেনীর মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বিএসএফের বাধা

সেচপাম্প বসাতে কৃষকদের বাধা দিচ্ছে ভারতীয় বিএসএফ সদস্যরা

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে পানির সেচ পাম্প বসাতে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে ওই এলাকার প্রায় ৩৬০ বিঘা জমিতে বোরো চাষাবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরেই নিজ কালিকাপুর সীমান্তে মুহুরী নদীতে সেচ পাম্প বসিয়ে পানি ব্যবহার করছেন স্থানীয় কৃষকরা। তবে চলতি বোরো মৌসুমে নদীর পাড়ে সেচ পাম্প বসাতে গেলে কৃষকদের বাধা দেয় বিএসএফ। গত একসপ্তাহ ধরে এ জটিলতায় বিপাকে পড়েছেন কৃষকরা।

মুহুরী নদীতে সেচপাম্প বসাতে বিএসএফ-এর বাধার মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

সেচ পাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ বলেন, “গত ৪০ বছর ধরে সেচ পাম্পের মাধ্যমে মুহুরী নদীর পানি দিয়ে এখানকার দুই শতাধিক কৃষক চাষাবাদ করে আসছেন। এবার আমরা সেচ পাম্প বসাতে গেলে ভারতের বিলোনিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দিচ্ছেন। বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানানো হয়েছে।” 

সামছুল আলম নামে অপর এক কৃষক বলেন, “আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে এ সেচ পাম্প পরিচালনা করা হয়। বিএসএফের এমন কাণ্ডে প্রায় দুই শতাধিক কৃষক চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।”

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “কৃষকরা পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিয়েছে। তারা (বিএসএফ) ভেবেছিল বাংলাদেশ অংশে নাশকতার উদ্দেশ্যে কিছু করা হচ্ছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এখন আর পাম্প বসাতে সমস্যা হবে না আশা করি।”

ঢাকা/সাহাব উদ্দিন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়