সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বিকল
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পর্যটকবাহী জাহাজ এমভি গ্রীন লাইন
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে কক্সবাজারে ফেরার পথে পর্যটকবাহী এমভি গ্রীন লাইন জাহাজ যান্ত্রিক সমস্যার কারণে সাগরে বিকল হয়ে পড়ে। পরে জাহাজটি যাত্রীসহ বাহারছড়ার কচ্ছপিয়া সৈকতে ভিড়তে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে এ ঘটনা ঘটে। জাহাজ বিকল হওয়ার পর দ্রুত কূলে এসে নোঙর করা হয়।
গ্রীন লাইন জাহাজের ম্যানেজার সুলতান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় গ্রীন লাইন জাহাজ। প্রায় আড়াই ঘণ্টা চলার পর সাগরের ঢেউয়ের পানির চাপের কারণে জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর জাহাজটি কক্সবাজারের দিকে না গিয়ে উপকূলবর্তী কচ্ছপিয়া গ্রামের সৈকতে ভিড়তে বাধ্য হয়। সড়ক পথে কচ্ছপিয়া থেকে কক্সবাজার শহরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত আছেন। পর্যটকরা নিরাপদে আছেন। যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের উদ্ধারের পর তাদের কক্সবাজার শহরে পৌঁছাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি বাসের ব্যবস্থা করা হয়েছে। তারা কক্সবাজারের পথে রয়েছেন।
ঢাকা/তারেকুর/বকুল