ছিনতাইয়ের ঘটনায় সাবেক কাউন্সিলরের ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
উদ্ধারকৃত পিকআপ, ডানে গ্রেপ্তারকৃত শাহাজাদা
নারায়ণগঞ্জের বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় শাহাজাদা (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাজাদা বন্দর থানার কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে।
পিকআপ মালিক অলিউল্ল্যাহ হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পরে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে গ্রেপ্তার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর রাতে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের গোকুলদাসের বাগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পিকআপ মালিক অলিউল্ল্যাহ জানান, মালামাল খালাস করে খালি পিকআপ ভ্যান নিয়ে কুড়িপাড়া ঘাটের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীদের একটি দল পথ আটকে তাদের জিম্মি করে। ছিনতাইকারীরা পিকআপ ভ্যানটি কুড়িপাড়া রোডে নিয়ে গিয়ে চালককে মারধর করে এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
জোরপূর্বক ১৫,৪৭৯ টাকা নগদ, চালকের কাছ থেকে আরও ৪,০২৫ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা পিকআপ ভ্যান রেখে চালক ও মালিককে ছেড়ে দেয় বলে জানান পিকআপ মালিক অলিউল্ল্যাহ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঢাকা/অনিক/সনি