ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে তরুণ নিহত
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে শফিউল্লাহ (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ক্রিকেট খেলার ব্যাট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরের ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ'র সাথে একই এলাকার জহিরুল ইসলাম এর ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চড় থাপ্পড় মারে। এ নিয়ে সানাউল্লাহ'র বড় ভাই শফিউল্লাহ'কে কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন ছেলে শফিউল্লাহকে ছুরি দিয়ে পেটের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শফিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
শফিউল্লাহ'র বাবা এরশাদ মিয়া বলেন, “আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।”
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা তমাস বড়ুয়া বলেন, “আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।”
ঢাকা/রুবেল/টিপু