ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় লোকসানে পেঁয়াজ চাষিরা, ন্যায্যমূল্যের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৯, ২৭ ডিসেম্বর ২০২৪
কুষ্টিয়ায় লোকসানে পেঁয়াজ চাষিরা, ন্যায্যমূল্যের দাবি

কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজ উৎপাদনে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে উপজেলার খলিশাকুন্ডি বাজারে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মানববন্ধন শেষে চাষিরা কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষুব্ধ চাষিরা বলেন, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে দ্বিগুণেরও বেশি খরচ করে চাষ করতে হয়েছে। কিন্তু উত্তোলন মৌসুমে বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বাজারে বড় দরপতন ঘটেছে। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি মুড়িকাটা পেঁয়াজের দাম মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে গেছে। ফলে কৃষকের উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন সবাই। তাই আমদানি বন্ধ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি করেন তারা।

এ বিষয়ে খলিশাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুলমত হোসেন বলেন, “চাষিদের একটি স্মারকলিপি দিতে বলা হয়েছে ইউএনওর মাধ্যমে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, “এটি একটি জাতীয় বিষয়। আমরা চাষিদের সঙ্গে কথা বলছি। তাদের বুঝাতে চেষ্টা করছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চাষিরা তাদের অবরোধ থেকে সরে দাঁড়িয়েছে।”

ঢাকা/কাঞ্চন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়