ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ধানের জমি থেকে পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২৭ ডিসেম্বর ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়ায় ধানের জমি থেকে পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ধানের জমি থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ছোটহরণ এলাকা থেকে এ পাইপগান উদ্ধার করা হয়। এ সময় একটি কার্তুজও উদ্ধার করে পুলিশ।

সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানিয়েছেন, বুধবার স্থানীয় বাসিন্দা অলিউর রহমান ও মুজিবুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে আরিফ নামের এক ব্যক্তি আহত হন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় পাইপগানটি ব্যবহার করা হয়েছে। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মো. মোজাফফর হোসেন।

ঢাকা/রুবেল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়