সুনামগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ছুরিকাঘাতে হাসান আলী (৩০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামে হাসান আলীকে ছুরিকাঘাত করা হয়। নিহত যুবক ওই গ্রামের মো. নোয়াব আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের হোসাইন আহমদের দোকানে হাসান আলীর একটি মোবাইল ফোন মেরামত করতে দেওয়া হয়। কয়েকদিন হয়ে গেলেও মোবাইলটি মেরামত করে দিতে পারেননি হোসাইন। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান আলী ও হোসাইন আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত বা মেরামত করে দেওয়ার কথা বলে বিরোধ মীমাংসা করে দেন। পরে হাসান আলী মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে চলে যান। রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে হন হাসান। এর কিছুক্ষণ পর দ্বীনেরটুক ও সুনাইত্যা গ্রামের মধ্যবর্তী স্থানে সেতুতে হঠাৎ হাসান আলীর চিৎকার শুনে তার ফুপাতো ভাই ইসলাম উদ্দিন দৌড়ে এগিয়ে গেলে দেখতে পান, কয়েকজন দুর্বৃত্ত হাসান আলীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দৌড়ে চলে যাচ্ছে। ইসলাম উদ্দিনের চিৎকার শুনে স্থানীয়রা হাসানকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানিয়েছেন, এক যুবককে হত্যার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত করা হবে।
ঢাকা/মনোয়ার/রফিক