ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে বিএনপিকর্মীকে গুলির পর গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৪
নোয়াখালীতে বিএনপিকর্মীকে গুলির পর গলা কেটে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির এক কর্মীকে গুলি করার পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

আরো পড়ুন:

নিহত কবির হোসেন (৩৫) সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। নিহতের স্বজন ও পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানাতে পারেনি। 

পুলিশ সূত্রে জানা গেছে, কবির স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কবির এলাকায় ফিরে আসেন। তার বিরুদ্ধে বিগত সরকারের সময় দায়ের করা বেশ কয়েকটি মামলা ছিল। শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। কিছু পথ যাওয়ার পর মুখোশপরা ৫-৬ জন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় করে এসে কবিরের পথ রোধ করে গুলি করে। কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।    

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ্-আল-ফারুক বলেছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনের জন্য পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।”

ঢাকা/সুজন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়