ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

দেশ গঠনে সমর্থন চান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৭, ২৭ ডিসেম্বর ২০২৪
দেশ গঠনে সমর্থন চান জামায়াত আমির

যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলন

আগামীর দেশ গঠনে সমর্থন চাইলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ক্ষমতা নয়, সুশাসনের প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও সমর্থন চাই।”

তিনি বলেন, “জামায়াত সেই রাষ্ট্র দেখতে চায় যেখানে ধনী গরিবের ভারসাম্য থাকবে। রাষ্ট্র অধিকার নিশ্চিত করবে। চেতনার বড়ি বিক্রি হবে না এবং কেউ দাসও হবে না।”

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সম্মেলন সফল করতে সকাল ৮টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। নেতাকর্মীসহ সাধারণ মানুষ মূল মাঠে স্থান না পেয়ে পাশ্ববর্তী টাউল ময়দানসহ আশপাশের রাস্তায় অবস্থান নেয়। 

তিনি আরো বলেন, “গত ১৬ বছরে এদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার। শিক্ষার পরিবর্তন দিয়েই এদেশ গড়ে তোলা হবে। তরুণরা সার্টিফিকেটের সাথে চাকরি নিয়ে বের হবেন এবং ওই জেনারেশনের হাতেই তুলে দেওয়া হবে দেশ।”

জামায়াতে আমির আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “তারা দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও দেশে চলছে হাহাকার। তাদের লুটপাটের কারণে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। মানুষ আগুন দিয়ে পেট ভরছে। স্বৈরাচার চলে গেলেও চাঁদাবাজ, দখলদার, জুলুম মুক্ত হয়নি দেশ।” 

তিনি বলেন, “শহীদদের রক্তের প্রতি বেঈমানি করা যাবে না। চাঁদাবাজ দখলদার হওয়া যাবে না। এটা যারা করবেন তারা ঘৃণিত হবেন।”

জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আজিজুর রহমান, ঝিনাইদহ , মাগুরা, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঢাকা/রিটন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়