প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নিহত যুবদল নেতা আশরাফুল আলম।
কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার দয়ালপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পরে গিয়ে অসুস্থ হয়ে পরে। পরে তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আমারা জানতে পেরেছি ধাক্কা-ধাক্কির ঘটনায় একজন মাটিতে পরে গিয়ে মারা গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ্/ইমন