ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৪, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত 

নিহত যুবদল নেতা আশরাফুল আলম।

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল ইসলাম উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার দয়ালপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পরে গিয়ে অসুস্থ হয়ে পরে। পরে তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আমারা জানতে পেরেছি ধাক্কা-ধাক্কির ঘটনায় একজন মাটিতে পরে গিয়ে মারা গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ্/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়