ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

চাঁদপুরে মেঘনায় কোস্টগার্ডের অভিযানে আটক ২৮

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৮ ডিসেম্বর ২০২৪  
চাঁদপুরে মেঘনায় কোস্টগার্ডের অভিযানে আটক ২৮

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদের অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জনকে আটক করা হয়। 

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেলতলি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হিল্লোল চাকমা ছিলেন।

ঢাকা/অমরেশ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়