ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

গামছা দিয়ে মুখ বাঁধা মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৮ ডিসেম্বর ২০২৪  
গামছা দিয়ে মুখ বাঁধা মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

মাদারীপুরের রাজৈরে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় তিশা আক্তার (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার সুইসগেট নয়াকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিশা আক্তার একই গ্রামের মিলন শেখের মেয়ে ও নয়াকান্দি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনদের দাবি, তিশাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তিশাকে একা ঘরে রেখে বাহিরে যায় তার মা শাহিনুর বেগম। সন্ধ্যায় ঘরে ঢুকে শিশুটিকে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

রাজৈর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় বলেন, ‘‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়