অকটেন ছিটিয়ে আগুনে ঝলসে দেওয়া সেই নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে অকটেন ছিটিয়ে আগুনে ঝলসে দেওয়া গৃহবধূ নাজমা আকতার (২১) মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী আব্দুল জাব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আলাউদ্দিন রাইজিংবিডিকে জানান, ময়নাতদন্তের জন্য নাজমা আকতারের লাশ মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল জাব্বারের সঙ্গে স্ত্রী নাজমা আকতারের ঝগড়া লাগে। নাজমা এই সময় রান্না করছিলেন। ঝগড়ার এক পর্যায়ে স্বামী আব্দুল জাব্বার ঘরে প্লাস্টিকের বোতলে থাকা অকটেন স্ত্রীর শরীরে ছিটিয়ে আগুন দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নাজমার পরিবার জানায়, পাঁচ বছর আগে আব্দুল জাব্বারের সঙ্গে নাজমা আকতারের বিয়ে হয়। নাজমার চার ও আড়াই বছর বয়সী দুইটি ছেলে রয়েছে। কথায় কথায় নাজমা আকতারকে তিনি নির্যাতন করতেন আব্দুল জাব্বার। এ নিয়ে একাধিকবার সালিস–মীমাংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দুই মাস আগেও মেরে হাত ভেঙে দিলে নাজমা দক্ষিণ হাশিমপুরে গ্রামে তার মায়ের বাড়ি চলে আসেন। বিচার করে দেওয়ার পর তিনি স্বামীর বাড়িতে যান। ১৫ দিন আগে আবারও মারধর করায় মায়ের বাড়িতে এসে থাকছিলেন নাজমা। এবার মায়ের বাড়িতে এসেই তার গায়ে অকটেন ঢেলে আগুন দেয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন রাইজিংবিডিকে জানান, আজ দোহাজারী পৌর এলাকার মধ্যম জামিজুরির গ্রাম থেকে আব্দুল জাব্বারকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা/রেজাউল/ইভা